Sylhet Today 24 PRINT

বৃক্ষরোপণের জন্য ভারতের ১০ সদস্যের প্রতিনিধি দল বাংলাদেশে

বেনাপোল প্রতিনিধি |  ১২ ডিসেম্বর, ২০১৯

'দুষণমুক্ত বিশ্ব নির্মাণ ও বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রণতি জ্ঞাপনে' কলকাতা থেকে ঢাকার উদ্দেশ্যে সাইকেল র‌্যালি ও বৃক্ষরোপণের জন্য ভারতীয় ১০ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশে প্রবেশ করেছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে এ প্রতিনিধি দলটি বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টে প্রবেশ করলে বন্দর প্রেসক্লাব, বেনাপোল তাদের অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় ভারতীয় প্রতিনিধি দলের অধিনায়ক মহারানী কাশীশ্বরী কলেজ কোলকাতার ক্রীড়া শিক্ষক সুবি মহল দেব জানান, তারা ৭ দিনের সফরে বাংলাদেশে এসেছেন। তারা আজ যশোর মহিলা কলেজ চত্বরে সবুজায়নের জন্য বৃক্ষরোপণ করবেন। এরপর রাতে মাগুরা মহিলা কলেজে থাকবেন। সেখান থেকে পরের দিন রাজবাড়িতে সবুজায়ন কর্মসূচিতে অংশ নিবেন। এরপর ঢাকার উদ্দেশ্য সাইকেলযোগে রওনা হবেন। ঢাকা বিশ্ব বিদ্যালয়ে বৃক্ষরোপণের পর সেখানে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ওপর বিশেষ আলোচনায় অংশ নিবে।

এরপর তারা আগামী ১৭ ডিসেম্বর ঢাকা থেকে স্থলপথে সাইকেল যোগে কোলকাতার উদ্দেশ্যে রওনা হবেন।

সুবি মহল আরও বলেন, তাদের সার্বিক সহযোগিতা করেছেন 'ফিরে আসুক সবুজ' কলকাতার ব্যারাকপুরের একটি বেসরকারি সংস্থা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.