Sylhet Today 24 PRINT

সাপাহারে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল

সাপাহার প্রতিনিধি |  ১৫ ডিসেম্বর, ২০১৯

নওগাঁর সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়ন ও ৬নং শিরন্টি ইউনিয়নের বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের আদেশ দিয়েছেন সাপাহার উপজেলা বিএনপির আহ্বায়ক। বিভিন্ন অনিয়মের অভিযোগে গত বুধবার ১১ ডিসেম্বর লিখিত পত্রের মাধ্যমে এই দুটি ইউনিয়নের কমিটি বাতিলের আদেশ দেন সাপাহার উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম উদ্দিন।

জানা গেছে, ঐ দুটি ইউনিয়নের আহ্বায়ক কমিটি দলের নিয়ম শৃঙ্খলা না মেনে স্বজনপ্রীতি দেখিয়ে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কমিটি গঠনের কাজ শুরু করেন। এতে করে দলের বিভিন্ন ত্যাগী নেতাকর্মীরা দলের উপজেলা আহ্বায়ক বরাবর অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা আহ্বায়ক তাদের কাছে একাধিকবার মৌখিক ও লিখিত ভাবে কারণ দর্শানোর জন্য বললেও তারা কোন প্রকার জবাব না দিয়ে নিয়ম নীতির তোয়াক্কা না করে কমিটি গঠনের কাজ অব্যাহত রাখেন।

এরপ্রেক্ষিতে গত বুধবার ১১ ডিসেম্বর উপজেলা বিএনপির আহ্বায়ক ঐ দুটি ইউনিয়নের কমিটি বাতিলের নির্দেশ দেন।

রোববার সাপাহার উপজেলা বিএনপির আহ্বায়ক তসলিম উদ্দিন জানান, অভিযোগের প্রেক্ষিতে আমি সরেজমিনে তদন্ত করে ঘটনার সত্যতা পাই। তারা দলীয় ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে স্বজনপ্রীতি দেখিয়ে পকেট কমিটি তৈরি করছিল। তারা পরে ভুল স্বীকার করেন। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে ঐ দুটি ইউনিয়নের কমিটি বিলুপ্ত সহ ঐ দুটি ইউনিয়নে কমিটি গঠন সংক্রান্ত সকল কাজ বন্ধ ঘোষণা করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.