Sylhet Today 24 PRINT

যশোরে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

শার্শা প্রতিনিধি |  ২৩ ডিসেম্বর, ২০১৯

সারা দেশব্যাপী উচ্ছেদ অভিযানের অংশ হিসাবে যশোরের শার্শার গোড়পাড়া ও বাসাবাড়ি বাজারসহ বিভিন্ন এলাকায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার (২৩ ডিসেম্বর) বিকালে শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরীর নেতৃত্বে প্রশাসনের একটি ভ্রাম্যমাণ আদালত গোড়পাড়া ও বাসাবাড়ি বাজারের ব্রিজের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালায়। এসময় অবৈধ ভাবে সরকারি জমি দখল করে দোকানপাট নির্মাণ করায় ২০টি দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

এ উচ্ছেদ অভিযানে খুশি এলাকার মানুষ। তারা চান অবৈধ স্থাপনা দখলমুক্ত করে দখলে থাকা সড়কের দু'পাশের জমি উন্মুক্ত করে রাস্তা প্রশস্ত করা হোক। এতে করে জনসাধারণের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব হবে বলে জানান স্থানীয়রা।

শার্শা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী জানান, আগামী সাতদিনের মধ্যে অবৈধ দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য আল্টিমেটাম দেওয়া হয়েছে। তা না হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি ঘোষণা দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.