Sylhet Today 24 PRINT

মুক্তিযোদ্ধা মোত্তালিবের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

সাপাহার প্রতিনিধি |  ২৬ ডিসেম্বর, ২০১৯

নওগাঁর সাপাহারের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোত্তালিবের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। বুধবার দুপুর ২টায় নওগাঁ জেলা পুলিশের একটি বিশেষ দল মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় সালাম ও গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

বার্ধক্য ও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শুক্রবার দিবাগত রাত্রি সাড়ে ৮টার দিকে নিজ বাসভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন এই বীর মুক্তিযোদ্ধা।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুর পর তিনি স্ত্রী, ৩ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দাফনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব ওমর আলী, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ (ভারপ্রাপ্ত) কর্মকর্তা আশিষ কুমার দেবনাথ, উপ-সহকারী প্রকৌশলী (জনস্বাস্থ্য) সন্তোষ কুমার কুণ্ডু, মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল জব্বার প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.