Sylhet Today 24 PRINT

শার্শায় ৫টি প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ জরিমানা

বেনাপোল প্রতিনিধি |  ০৭ জানুয়ারী, ২০২০

যশোরের শার্শায় ৫ টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৬ ডিসেম্বর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোরশেদ আলম চৌধুরী অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

খোরশেদ আলম চৌধুরী জানান, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে এবং ১২০ গ্রাম ওজনের মোড়ক ব্যবহার করছে, বেকারিগুলো অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন ও মজুদ করছে, খাবারের হোটেল মূল্য তালিকা প্রদর্শন না করা, ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে, উপর্যুক্ত অপরাধের কারণে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ ৫টি এ জরিমানা করা হয়েছে। এবং এসব প্রতিষ্ঠানকে আগামী ১ মাসের মধ্যে সব কিছু ঠিক করে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়।

এসময় শার্শার নাভারনের সৈয়দ হোটেলকে ১০ হাজার টাকা, সাতক্ষীরা ঘোষ ডেয়ারিকে ২০ হাজার টাকা, একতা বেকারিকে ৪০ হাজার টাকা, আশিকুর বেকারিকে ৩৫ হাজার ও মুকুল ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, সকল প্রকার ভেজাল ও অনিয়মের উপর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.