Sylhet Today 24 PRINT

স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড হাই কোর্টেও বহাল

সিলেটটুডে ডেস্ক |  ১৩ জানুয়ারী, ২০২০

পটুয়াখালীর গলাচিপায় খাদিজা আক্তার হ্যাপি নামে এক গৃহবধূ হত্যার দায়ে তার স্বামী জহির হাওলাদারকে বিচারিক আদালতের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাই কোর্ট।

সোমবার (১৩ জানুয়ারি) বিচারপতি কৃষ্ণা দেবনাথ ও বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলামের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ, সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান খান, রাজা কামরুল ইসলাম ও ব্যারিস্টার আল মামুন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের এপ্রিলে গৃহবধূ হ্যাপিকে তার শ্বশুরবাড়ির লোকজন খুনের ঘটনায় ১৪ এপ্রিল হ্যাপির বাবা মো. আবুল চৌকিদার বাদী হয়ে গলাচিপা থানায় ৬ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করে। এরপর ২০১৪ সালের ২ সেপ্টেম্বর খাদিজা আক্তার হ্যাপিকে হত্যার দায়ে তার স্বামী জহির হাওলাদারকে মৃত্যুদণ্ড ও স্বামীর বন্ধু জাফর হাওলাদারকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন পটুয়াখালীর জেলা ও দায়রা জজ বিমল চন্দ্র সিকদার। একই সঙ্গে অপরাধ প্রমাণিত না হওয়ায় আদালত বাকি ৪ জনকে বেকসুর খালাস দেন।

এরপর বিষয়টি ডেথ রেফারেন্স হিসেবে হাই কোর্টে আসে। হাইকোর্টে শুনানি শেষে আদালত স্বামী জহিরের মৃত্যদণ্ডাদেশ এবং স্বামীর বন্ধু জাফর হাওলাদারের যাবজ্জীবন বহাল রেখেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.