Sylhet Today 24 PRINT

লবণ খাইয়ে ১৫ দিনের শিশুকে হত্যা

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জানুয়ারী, ২০২০

দিনাজপুরের সদর উপজেলার চোওড়া গ্রামের ইয়ানুর নামে ১৫ দিন বয়সের এক নবজাতককে লবণ খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে।

ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে নবজাতকের সৎ ভাবি আরফাতুন মিমিকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মিমি চোওড়া গ্রামের হাসিনুর রহমানের স্ত্রী। খবর ইউএনবির।

স্থানীয়রা জানান, চোওড়া গ্রামের নুর ইসলাম প্রথম স্ত্রীর মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী নারগিস বেগম ১৫ দিন আগে এক কন্যা সন্তানের জন্ম দেন। পরে আকিকা দিয়ে তার নাম রাখা হয় ইয়ানুর বেবী।

গত শুক্রবার দুপুরে শোয়ার ঘরে ইয়ানুরকে মৃত অবস্থায় পাওয়া যায়। এ সময় তার মুখে ফেনা ও লবণ দেখা যায়। এতে সন্দেহ হয় যে ইয়ানুরকে লবণ খাইয়ে হত্যা করা হয়েছে। এ হত্যার সঙ্গে জড়িত অভিযোগে নবজাতকের সৎ ভাবিকে গ্রামের লোকজন আটক করে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় ইয়ানুর বাবা নুর ইসলাম পুত্রবধূ মিমিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) দুলাল জানান, আসামিকে শনিবার বিকালে আদালতে পাঠিয়ে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে জমি নিয়ে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.