Sylhet Today 24 PRINT

বেনাপোল ইমিগ্রেশনে সিল জালিয়াতির অভিযোগে যুবক আটক

বেনাপোল প্রতিনিধি |  ১৯ জানুয়ারী, ২০২০

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন থেকে সিল জালিয়াতির অভিযোগে জুনায়েদ হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ তাকে সিল জালিয়াতির অভিযোগে আটক করে।

আটক জুনায়েদ নরসিংদী জেলার রামনগর রায়পুরা থানার পুর্বাহরিপুর গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। তার পাসপোর্ট নং BW-0162268।

আটক জুনায়েদ জানান, ভারত যাওয়ার জন্য সে সকালে ইমিগ্রেশনে এসে পৌঁছালে ওসমান, শাহাজান (ওরফে হাড়ি কামান) নামে দুই ব্যক্তি তার পাসপোর্টে সিল করে ভারতে ঢুকিয়ে দেওয়ার কাজে সহযোগিতা করার কথা বলে বই নিয়ে নেয়। এর কিছুক্ষণ পর তার বই দিয়ে তাকে গেট পার করে ভারতে পাঠায়। ভারতীয় ইমিগ্রেশন পুলিশ পাসপোর্ট দেখে সন্দেহ হওয়ায় তাকে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে ফেরত পাঠায়। এ সময় তার পাসপোর্টে মারা সিলে সমস্যা থাকায় ইমিগ্রেশনে আসার পর পুলিশ তাকে আটক করে।

এ ব্যাপারে চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, আটক পাসপোর্টযাত্রী ভারতীয় ইমিগ্রেশনে সিল নিতে গেলে তাদের বাংলাদেশি ইমিগ্রেশনের সিল সন্দেহ লাগলে লোক দিয়ে বাংলাদেশ ইমিগ্রেশনে ফেরত পাঠায়। প্রাথমিকভাবে সিলটি জাল নিশ্চিত করা গেছে।

জালচক্রের সদস্য কারা ও কিভাবে প্রশাসনিক নজরদারি এড়িয়ে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা যাত্রীকে ভারতে প্রবেশ করালো এমন প্রশ্নে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

আটক আসামিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.