Sylhet Today 24 PRINT

চট্টগ্রামে তিন দিনের সফরে রাষ্ট্রপতি

সিলেটটুডে ডেস্ক |  ২৩ ফেব্রুয়ারী, ২০২০

বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতে রাষ্ট্রপতি আবদুল হামিদ তিন দিনের সফরে শনিবার (২২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম পৌঁছেছেন। সফরকালে রাষ্ট্রপতি চারটি আর্টিলারিতে পতাকা প্রদান অনুষ্ঠানে ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ৯৪তম ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অংশ নেবেন।

রাষ্ট্রপতি হেলিকপ্টারে করে পারিবারিক সদস্যসহ সফর সঙ্গীদের নিয়ে শনিবার চট্টগ্রামের আর্টিলারি সেন্টারে অবতরণ করনে। সেখানে তাকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ও বিজিবি প্রধান মেজর জেনারেল সাফিনুল ইসলামসহ সিনিয়র সামরিক ও বেসামরিক কর্মকর্তারা।

রাষ্ট্রপতি গার্ড অব অনার গ্রহণের পর আর্টিলারি সেন্টারের ভিআইপি কমপ্লেক্স ও স্কুলের সামনে একটি গাছের চারা রোপণ করেন।

রাষ্ট্রপতি আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) প্যারেড গ্রাউন্ড মাঠে ১, ২ ও ৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি এবং ৩৮ এডি রেজিমেন্ট আর্টিলারিকে জাতীয় মান প্রদান করার কর্মসূচি রয়েছে।

সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসাবে রাষ্ট্রপতি আগামীকাল ২৪ ফেব্রুয়ারি বিজিবি প্রশিক্ষণ সেন্টার ও কলেজে বিজিবির ৯৪তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
সূত্র: বাসস

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.