Sylhet Today 24 PRINT

সাপাহারে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকারের অর্থদণ্ড

সাপাহার প্রতিনিধি |  ২৪ ফেব্রুয়ারী, ২০২০

নওগাঁর সাপাহারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর তিনটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড দিয়েছে।

সোমবার দুপুর ১২টায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ ও ভোক্তা অধিকার সংরক্ষণ নওগাঁ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামীম হোসেন উপজেলার আশরন্দ বাজারে আব্দুল মাতিনের মেসার্স মাসুম ফার্মেসির লাইসেন্স জটিলতা, মেয়াদ উত্তীর্ণ ও মানব দেহের ক্ষতিকারক যৌন উত্তেজক ঔষধ রাখার দায়ে ১৫ হাজার টাকা, একই এলাকায় আব্দুল বারীর মা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ও যৌন উত্তেজক ঔষধ রাখার দায়ে ৩ হাজার টাকা এবং একই এলাকায় সাইফদ্দীনের হোটেলে মেয়াদ উত্তীর্ণ কোল্ডড্রিংস্ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার দায়ে ১ হাজার টাকা জরিমানা আদায় করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন স্যানিটারি পরিদর্শক মো. শওকত আলী, বিবেক দে, সাপাহার থানার উপ-পরিদর্শক (এস.আই) নুরুল আলম, রবিউল ইসলাম প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.