Sylhet Today 24 PRINT

শার্শায় মাংসের দোকানে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বেনাপোল প্রতিনিধি |  ২৬ ফেব্রুয়ারী, ২০২০

যশোরের শার্শার নাভারণ বাজারে বেশি দামে মাংস বিক্রির অভিযোগে সাতজন মাংস ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকালে নাভারণ বাজারের মাংস ব্যবসায়ী মশিয়ার রহমান, লালন, মফিজুল ইসলাম, সোহেল রানা, হাবিবুর রহমান, সাইদুল ইসলাম ও হযরত আলীকে সর্বমোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

খোরশেদ আলম জানান, সম্প্রতি নাভারণ বাজারের মাংসের দোকানে বেশি দামে মাংস বিক্রি করছে ভোক্তাদের এমন অভিযোগ পাওয়া যায়। সেই অভিযোগের ভিত্তিতে এ অভিযান।

সবাইকে আগামী এক সপ্তাহের মধ্যে মূল্য তালিকা প্রদর্শন করার আদেশ দেওয়াসহ পবিত্র মাহে রমজানকে সামনে রেখে সকল অনিয়ম ও ভেজালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.