Sylhet Today 24 PRINT

বরিশাল মেডিকেলে করোনা ইউনিটে দুজনের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০২০

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে এক নারী ও এক পুরুষের মৃত্যু হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টায় পটুয়াখালী জেনারেল হাসপাতাল থেকে রেফার করা পুরুষ রোগী মারা যান।

অপর রোগী শনিবার (২৮ মার্চ) রাতে ভর্তি হয়েছিলেন। এদিন রাত বারোটার দিকে মারা যান তিনি। দুই সন্তানের জননী ওই নারীর বাড়ি বরিশাল নগরীর পুরানীপাড়ায়।

হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন জানান, শনিবার রাতে ভর্তি হওয়া ওই নারীর ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চার দিন বরিশাল জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। এরপর শ্বাসকষ্ট হলে তাকে শেরেবাংলায় পাঠানো হলে করোনা ইউনিটে ভর্তি করার পনেরো মিনিট পর তিনি মারা যান।

অপর রোগী পটুয়াখালী জেনারেল হাসপাতাল থেকে রেফার করা হয়েছিল। তার শ্বাসকষ্ট ছিল। এই রোগী করোনায় আক্রান্ত হয়েছিলেন কি না তা জানার জন্য দেহের সোয়াব ঢাকাতে পাঠানো হচ্ছে।

তবে মৃত দুই রোগীর কেউ বিদেশ থেকে আসা নয় বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.