Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে পিতাসহ বাংলাদেশি চিকিৎসকের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৯ মার্চ, ২০২০

যুক্তরাষ্ট্রে পিতাসহ এক বাংলাদেশি চিকিৎসক নভেল করোনাভাইরাস (কভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন। এছাড়া একই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন ওই চিকিৎসকের মা।

ইউএনবি জানায়, মুন্সীগঞ্জের-বিক্রমপুরের লৌহজংয়ের কাজির পাগলা গ্রামের সন্তান আমেরিকা প্রবাসী চিকিৎসক শাকিল, তার পিতা শফিকুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মারা যান। আর হাসপাতালে করোনার সাথে লড়াই করছেন তার মা রাশিদা খানম। পরিবারের এই তিন সদস্যই সম্প্রতি সেখানে করোনায় আক্রান্ত হন। পরে অল্প সময়ের ব্যবধানে পিতা-পুত্র শুক্রবার হাসপাতালে মারা যান।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের মহাসচিব (অর্থ ও পরিকল্পনা) আবুল বাসার বলেন, ‘শফিকুল আমার ক্লাস ফ্রেন্ড। তার মৃত্যুর সংবাদ আমাকে ব্যথিত করেছে। শফিক এক সময় ভাল ফুটবল খেলতো। কাজির পাগলা বাজারে তার সবচেয়ে বড় ওষুধের দোকান ছিল।’

‘১৯৭২ সালে আমরা কাজির পাগলা এটি ইন্সটিটিউশন থেকে একই সাথে মেট্রিক পাস করি। ১৯৯১ সালে শফিক ডিবি ওয়ান লটারি পেয়ে সপরিবারে আমেরিকায় যায় এবং সেখানেই বসবাস করছিল। তারপরও এলাকার সাথে ভালো যোগাযোগ ছিল। সেখানেই তাদের দাফন করা হচ্ছে বলে শুনেছি,’ বলেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.