Sylhet Today 24 PRINT

সামাজিক দূরত্ব বাজায় না রাখায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

যশোর প্রতিনিধি |  ০৪ এপ্রিল, ২০২০

সামাজিক দূরত্ব বাজায় না রাখার যশোরের শার্শায় ১৯ জন ব্যক্তিকে ১৪ হাজার ৪শত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (৪ এপ্রিল) বেলা ১২ টার সময় শার্শা উপজেলার রামপুর, জামতলা, সাতমাইল, বাগআঁচড়া, বসতপুর, সেতাই, আমলাই ও গোগাবাজারে অভিযান পরিচালনা করে এ জরিমানা আদায় করেন শার্শা উপজেলা সহকারী ম্যাজিস্ট্রেট (ভূমি) খোরশেদ আলম।

এসময় রামপুর বাজারে ১ জনকে, জামতলা বাজারে ৫ জনকে, বাগাআঁচড়া বাজারে ৭ জনকে, গোগা বাজারে ৬ জনকে সহ মোট ১৯ জন ব্যক্তি, প্রতিষ্ঠান ও ইজিবাইক চালককে সর্বমোট ১৪ হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

খোরশেদ আলম বলেন, করোনা ভাইরাস বিস্তার প্রতিরোধে অপ্রয়োজনে বিভিন্ন স্থানে ভিড় না করা এবং সামাজিক দূরত্ব বাজায় রাখার জন্য সকল ব্যবসায়ী, সাধারণ মানুষ, ইজিবাইক ও মোটর সাইকেল চালককে বোঝানো স্বত্বেও তারা আইন অমান্য করে একই কাজ করায় তাদের এ জরিমানা করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চলবে এবং সবাইকে তিনি সরকারি আইন মেনে চলার আহবান জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.