Sylhet Today 24 PRINT

লকডাউন কক্সবাজার

সিলেটটুডে ডেস্ক |  ০৯ এপ্রিল, ২০২০

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে পর্যটন জেলা কক্সবাজারকে লকডাউন ঘোষণা করছে প্রশাসন।

কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে তার অফিসিয়াল ফেসবুক আইডি ‘ডিসি কক্সবাজার’ থেকে এ ঘোষণা দেন।

ফেসবুকে দেয়া এ স্ট্যাটাসে জেলা প্রশাসক আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন।

স্ট্যাটাসে লেখা হয়, ‘জনস্বার্থে কক্সবাজারকে লকডাউন করা হলো। এখন থেকে এ জেলায় সব আগমন ও বহির্গমন নিষিদ্ধ। আদেশ অমান্য করলে কঠোর ব্যবস্থা।’

এ বিষয়ে যোগাযোগ করা হলে কামাল হোসেন বলেন, ‘আমরা কক্সবাজারবাসীকে করোনাভাইরাসের কবল থেকে মুক্ত রাখতে চাই। আমরা চাই এ জেলার একজন মানুষও যেন এ ভাইরাসে আক্রান্ত না হোন। তাই বাইরে থেকে কোনো মানুষ যেন জেলার ভেতরে আসতে না পারেন আর কক্সবাজার থেকে কোনো ব্যক্তি যেন বাইরে যেতে না পারে সে জন্য জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।’

‘আমরা বার বার মানুষকে ঘরে অবস্থানের জন্য বলছি। কারও ঘরে খাদ্য সংকট দেখা দিলে আমরা খবর পেলেই সেখানে খাদ্য পৌঁছানোর উদ্যোগ নিচ্ছি। এরপরও আমাদের আহ্বান- আপনারা ঘরে থাকুন। নিজেকে, নিজের পরিবারকে এবং দেশকে করোনাভাইরাসের কবল থেকে বাঁচান,’ যোগ করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.