Sylhet Today 24 PRINT

জুমার জামাতে অতিরিক্ত মুসল্লি থাকায় ৬ মসজিদ কমিটিকে জরিমানা

সিলেটটুডে ডেস্ক |  ১১ এপ্রিল, ২০২০

ছবি: ডিসি কক্সবাজার

নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের সতর্কতায় সরকার নির্ধারিত ১০ জনের বেশি মুসল্লি থাকায় কক্সবাজারের ছয়টি মসজিদ কর্তৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে চকরিয়া সদরসহ উপজেলার বিভিন্ন এলাকার এ মসজিদগুলোর কর্তৃপক্ষকে জরিমানা করা হয় বলে জানান কক্সবাজার জেলার অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজাহান আলী।

মসজিদ কর্তৃপক্ষগুলোকে সাড়ে তিন হাজার টাকা জরিমানা করা হয়।

শাহজাহান আলী বলেন, “শুক্রবার দুপুরে চকরিয়ার বিভিন্ন মসজিদে সরকারি নির্দেশনা অমান্য করে জনসমাগম করে জুমার নামাজ আদায়ের খবরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।

"এ সময় অভিযুক্ত ছয়টি মসজিদের কর্তৃপক্ষর কাছ থেকে ভ্রাম্যমাণ আদালত সাড়ে তিন হাজার টাকা জরিমানা আদায় করে। পরে মসজিদগুলোর কর্তৃপক্ষকে এ ব্যাপারে সতর্ক করে দেওয়া হয়েছে। "

শাহজাহান জানান, মূলত সব ধরণের ধর্মীয় প্রতিষ্ঠানকে সতর্কতামূলক নির্দেশনা জানাতে প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.