Sylhet Today 24 PRINT

অসহায় মানুষ ও পশুর পাশে শার্শার উদ্ভাবক মিজান

বেনাপোল প্রতিনিধি |  ২৫ এপ্রিল, ২০২০

প্রাণঘাতী করোনায় ধুকছে গোটা বিশ্ব। করোনা সংক্রমণ রোধে গৃহবন্দি সকল শ্রেণি পেশার মানুষ। আর এসব মানুষের মধ্যে সবচেয়ে বেশি কষ্টে জর্জরিত দিন আনা দিন খাওয়া দিনমজুর, ছিন্নমূল, মানসিক ভারসাম্যহীন শ্রেণির মানুষ ও রাস্তার কুকুরসহ বিভিন্ন পশু।

আর এমন মানুষ ও পশুর বোবা কান্না হৃদয়ে অনুধাবন করে তাদের পাশে এসে দাঁড়ালেন বিভিন্ন পদকে ভূষিত শার্শার উদ্ভাবক মিজানুর রহমান মিজান।

বিজ্ঞাপন

তিনি শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মণ্ডল এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরীর সহযোগিতায় বিভিন্ন জায়গার ভবঘুরে পাগল, ছিন্নমূল মানুষ ও পশুর মাঝে রান্না করা খাবার বিতরণ করে যাচ্ছেন।

এবিষয়ে মিজান বলেন, অসহায় শ্রেণির এসব মানুষ ও পশুর কথা মনের গহীন থেকে অনুধাবন করে বিভিন্ন সুধীজনের সহায়তায় ও নিজের সাধ্য অনুযায়ী তাদের পাশে যেয়ে দাঁড়িয়েছি। চেষ্টা করবো নিজের সামর্থ্য অনুযায়ী তাদের সেবা করার। সেই সাথে তিনি বিত্তশালীদের সহযোগিতা কামনা করেন। যাতে তিনি সকলকে যতটুকু পারেন খাদ্য সামগ্রী পৌঁছে দিতে ভূমিকা রাখতে পারেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.