Sylhet Today 24 PRINT

বেনাপোলে দুইজন করোনা রোগী শনাক্ত

বেনাপোল প্রতিনিধি |  ২৬ এপ্রিল, ২০২০

যশোরের বেনাপোলে এই প্রথম একজন স্বাস্থ্য কর্মীসহ দুইজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে তাদের নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজিটিভ আসে।

বিজ্ঞাপন

তারা হলেন- শার্শা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের একজন স্বাস্থ্য কর্মী ও অপরজন ইপিআই টেকনিশিয়ান।

আক্রান্ত স্বাস্থ্য কর্মী বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বাসিন্দা ও টেকনিশিয়ান শার্শার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে মেডিকেল ইনচার্জ হিসাবে ভারত ফেরত পাসপোর্ট যাত্রীদের করোনা শনাক্তের কাজে নিয়োজিত ছিলেন আক্রান্ত স্বাস্থ্য কর্মী।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী জানান, আক্রান্ত স্বাস্থ্য কর্মীরা এখন নিজ বাড়িতে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় এলাকায় এখন আতঙ্ক বিরাজ করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.