Sylhet Today 24 PRINT

জমি নিয়ে বিরোধ, লাঠির আঘাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৯ এপ্রিল, ২০২০

ঝিনাইদহের শৈলকুপায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষে লাঠির আঘাতে আরাফাত হোসেন নামে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১২ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আরাফাত শৈলকুপায় উপজেলার শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি কুষ্টিয়ার রবীন্দ্রমৈত্রী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, জেলার শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের জাহাঙ্গীর হোসেন ও তার ছেলে আরফাত হোসেন বাড়ির পাশে কেনা একটি জমিতে গতকাল বেড়া দিতে যায়। এ সময় পার্শ্ববর্তী জমির মালিক প্রতিবেশী রুস্তম আলী জোয়ারদারের ছেলে আব্দুর রাজ্জাক ও গোলাম জোয়ারদারের ছেলে উজ্জল বাধা দেয়।

বিজ্ঞাপন

ওসি আরও জানান, তর্ক-বিতর্কের এক পর্যায়ে রাজ্জাক ও উজ্জল লাঠি দিয়ে আরাফাত হোসেনের মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হলে সেখানে থেকে তাকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রামেকে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখনও এ হত্যাকাণ্ড নিয়ে কোনো মামলা হয়নি বলে জানান ওসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.