Sylhet Today 24 PRINT

শার্শা সীমান্তে ৪৪৮ বোতল ফেন্সিডিলসহ প্রাইভেটকার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি |  ০২ মে, ২০২০

শার্শা সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৪৮ বোতল ফেন্সিডিলসহ একটি প্রাইভেটকার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। তবে এসময় পাচারকারী চক্রের কাউকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।

শনিবার (২ মে) বিকেলে শার্শা কায়বা সীমান্ত থেকে এ ফেন্সিডিলের চালানটি উদ্ধার করে বিজিবি সদস্যরা।

বিজিবি জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বিজিবি বাগআঁচড়া-কায়বা সড়কের চালতাবাড়িয়া বাজারের সামনে কামারবাড়ী মোড়ে অবস্থান নেয়। এবং নজরদারি বাড়িয়ে দেয়। এসময় সাদা রংয়ের একটি করোলা প্রাইভেটকার (ঢাকা মেট্রো- গ-১২-০৭২৬) উক্ত রাস্তায় আসলে, বিজিবি কারটির গতিরোধ করে। এসময় পাচারকারীরা প্রাইভেটকারটি ফেলে পালিয়ে যায়। পরে ওই কারের ভিতর থেকে লুকায়িত অবস্থায় ৪৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

খুলনা ২১ বিজিবি কায়বা বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার নুরুজ্জামান খান জানান এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.