Sylhet Today 24 PRINT

করোনায় চট্টগ্রামের বিএনপি নেতার মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ০৭ মে, ২০২০

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে চট্টগ্রামের এক বিএনপি নেতা মারা গেছেন। এ নিয়ে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত ৯ জন মারা গেলেন। জেলায় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ জন।

বুধবার (৬ মে) সকাল ১১টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এসকান্দর উল্লাহ (৫৪) নামে ওই বিএনপি নেতার মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ‘ব্রংকাইটিসে আক্রান্ত ওই রোগী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ার পর গত ৩ মে তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। শুরু থেকেই তাকে আইসিইউতে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়। তিনি দুইদিন সুস্থ ছিলেন। বুধবার সকালে হঠাৎ অবস্থার অবনতি হয়। এরপর তিনি মারা যান।

চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর জানান, মৃত এসকান্দর আগে নগরীর সরাইপাড়া ওয়ার্ড যুবদলের সভাপতি ছিলেন। বর্তমানে তিনি ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসকান্দর উল্লাহ’র মৃত্যুতে সাবেক মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান এবং চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর শোক জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.