Sylhet Today 24 PRINT

সাংবাদিক ফখরে আলম মারা গেছেন

সিলেটটুডে ডেস্ক |  ১৪ মে, ২০২০

দৈনিক কালের কণ্ঠের যশোর অফিসের বিশেষ প্রতিনিধি ফখরে আলম (৬০) মারা গেছেন।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নেয়া হয়। সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন বিষয়টি নিশ্চিত করেছেন।

সাংবাদিক ফখরে আলম দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

উল্লেখ্য, ফখরে আলম ১৯৬১ সালের ২১ জুন যশোরের চাঁচড়ায় জন্মগ্রহণ করেন। তার বাবার নাম শামসুল হুদা। ১৯৯১ সালে আজকের কাগজের যশোর জেলা প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা শুরু করেন তিনি। পরবর্তীতে ভোরের কাগজ, মানবজমিন, জনকণ্ঠ, আমাদের সময়, যায়যায়দিন পত্রিকায় কাজ করেছেন। তার ৩২টি বিভিন্ন ধরনের বই রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.