Sylhet Today 24 PRINT

যশোরের সংসদ সদস্যের ডিমের গোডাউনে চুরি

যশোর প্রতিনিধি |  ১৭ মে, ২০২০

যশোরের শার্শার সংসদ সদস্যের ডিমের গোডাউনে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।

শনিবার (১৬ মে) গভীর রাতে ঘটনাটি ঘটেছে। পুলিশসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

শার্শার নাভারনের আফিল পোল্টি ফার্মের গোডাউন ইনচার্জ আক্তারুজ্জামান জানান, শনিবার গভীর রাতে কোন এক সময় পিছনের জানালার গ্রিল কেটে চোরেরা চুরি সংঘটিত করেছে। এ সময় অফিস রুমের ক্যাশে থাকা ১৪ লক্ষাধিক টাকা নিয়ে যায় চোরেরা।

তিনি আরও জানান, সকাল ৯টায় অফিস খুলেই তারা বিষয়টি জানতে পারে। পরে শার্শা থানা পুলিশকে জানানো হয়।

এ খবর শুনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শার্শা থানা পুলিশের ইনচার্জ বদরুল আলমও ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়রা জানান, শার্শার নাভারন বাজারে গত ২ বছর যাবত বিভিন্ন অফিস ও দোকানে চুরি সংগঠিত হয়ে আসছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, নাভারনের কাজিরবেড় গ্রামের এক চোর সিন্ডিকেট নাভারন বাজারসহ আশেপাশের চুরির ঘটনায় জড়িত রয়েছে। এর আগেও বড় বড় চুরির ঘটনায় তারা আটক হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.