Sylhet Today 24 PRINT

করোনা আপডেট: ২৪ ঘণ্টায় শনাক্ত ১৬১৭, মৃত ১৬, সুস্থ ২১৪

নিজস্ব প্রতিবেদক |  ২০ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত ১ হাজার ৬১৭ ব্যক্তি শনাক্ত হয়েছেন। একই সময় করোনায় মারা গেছেন ১৬ জন।

বুধবার (২০ মে) দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ১৩ জন, নারী ৩ জন।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত ২৬ হাজার ৭৩৮ জন করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্ত হলেন। আর মোট মারা গেছেন ৩৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের ঢাকা বিভাগের ৭ জন, চট্টগ্রাম বিভাগের ৫ জন, ময়মনসিংহ বিভাগের ৩ জন ও রংপুর বিভাগে ১ জন রয়েছেন।

মারা যাওয়া ব্যক্তিদের বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ১০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে ১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৫ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ২ জন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২১৪ জন। এ নিয়ে সর্বমোট ৫ হাজার ২০৭ জন সুস্থ হয়েছেন।

ব্রিফিংয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ২০৭ জনের করোনা পরীক্ষা করা হয়।

দেশে এখন ৪৩টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়।

প্রসঙ্গত, গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.