Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে স্বাস্থ্যকর্মী-সরকারি কর্মকর্তাসহ আরও ২৫ জনের করোনা শনাক্ত

হবিগঞ্জ প্রতিনিধি |  ২১ মে, ২০২০

হবিগঞ্জে আরও ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার ঢাকার ল্যাব থেকে আসা রিপোর্টে এই ২৫ জনের করোনা শনাক্ত হয়।

এই তথ্য জানিয়ে হবিগঞ্জের ডেপুটি ডা. মো. মখলিসুর রহমান বলেন, শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাট ১৪ জন, সদর উপজেলায় ১ জন, লাখাইয়ে ১ জন, নবীগঞ্জে ৩ জন, বাহুবলে ২ জন, মাধবপুরের ১ জন, আজমিরীগঞ্জের ২ জন ও বানিয়াচংয়ের একজন রয়েছেন।

এদের মধ্যে পুরুষ, নারীসহ এক শিশুও রয়েছে। আর স্বাস্থ্যকর্মীসহ সরকারী কর্মকর্তা কর্মচারী রয়েছেন ৯ জন।

এনিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন ১৫৬ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৬৫ জন ও মারা গেছেন ১ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যাল সূত্রে জানা গেছে হবিগঞ্জের ২১ জনসহ এ পর্যন্ত সিলেট বিভাগে ৫২০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ২২৫ জন, সুনামগঞ্জে ৮২ জন ও মৌলভীবাজারে ৬১ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.