Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত পুলিশের আরও এক সদস্যের মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৪ মে, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজু আহম্মেদ নামে পুলিশের আরও এক সদস্যের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটে পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (২৪ মে) সকালে রাজধানীর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাজু মারা যান বলে পুলিশ সদর দপ্তরের এআইজি (গণমাধ্যম) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তিনি জানান, গত ৩ মে করোনা পজিটিভ হওয়ার পরদিন রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন রাজু। এই হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

এই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন উল্লেখ করে বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজু আহম্মেদের মরদেহ পুলিশের উদ্যোগে তার গ্রামের বাড়ি চাঁদপুরে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

উল্লেখ্য, এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশের ১৩ জন সদস্য মৃত্যুবরণ করলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.