Sylhet Today 24 PRINT

করোনা থেকে সুস্থ হয়েছেন ২৩ লক্ষাধিক রোগী

নিজস্ব প্রতিবেদক |  ২৫ মে, ২০২০

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের পর এ পর্যন্ত ২৩ লক্ষাধিক মানুষ সুস্থ হয়ে উঠেছেন। সংক্রমণের তথ্য প্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের হিসাবে সোমবার পর্যন্ত বিশ্বব্যাপী ২৩ লাখ ৯ হাজার ৮৭৮ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৪৬ হাজার ৮৯৮ জন, আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৫ লাখ ১৫ হাজার ৯৮৮ জন।

বিজ্ঞাপন

করোনায় আক্রান্তের সংখ্যার মতো সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১৬ লাখ ৮৬ হাজার ৪৩৬ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৪ লাখ ৫১ হাজার ১৭০ জন। এরপর সর্বাধিক সুস্থ ইউরোপের দেশ স্পেন, জার্মানি, ইতালিতে।

স্পেনে ২ লাখ ৮২ হাজার রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন; জার্মানিতে ১ লাখ ৮০ হাজার ৩২৮ জনের মধ্যে সুস্থ অন্তত ১ লাখ ৬০ হাজার; আর ইতালিতে সোয়া দুই লাখ রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৪০ হাজার মানুষ।

ইউরোপের দেশগুলোতে করোনার প্রাদুর্ভাব কমতে থাকলেও বাড়ছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে। দেশটির একদিনের করোনায় মৃত্যু সংখ্যা যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে গেছে। ২৪ ঘণ্টায় ৭০৩ জন মারা গেছে। আক্রান্ত হয়েছে ১৬ হাজার ২২০ জন। যেখানে যুক্তরাষ্ট্রে মারা গেছে ৬১৭ জন এবং আক্রান্ত হয়েছে ১৯ হাজার ৬০৮ জন।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সাউথ আমেরিকাকে এই মহামারীর নতুন কেন্দ্রভূমি ঘোষণা করেছে। সেসব দেশের মধ্যে ব্রাজিল নিয়ে সবার ভাবনাটা বেশিই।

তবে পুরো বিশ্বের মৃত্যু হার বিবেচনা করলে দেখা যায়, গত ১৭ মে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হার ছিল যেখানে ১৭ দশমিক৫৭ শতাংশ,সেখানে এক সপ্তাহের ব্যবধানে কমে ২৪ মে হয়েছে ১৩ দশমিক ৬৯ শতাংশ।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। পরে বিশ্বব্যাপী তা মহামারী রূপ ধারণ করে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.