Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে চিকিৎসকসহ করোনা আক্রান্ত ২

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৫ মে, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুন করে আরও দু’জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এবং অপরজন শ্রীমঙ্গল পৌরসভার জনপ্রতিনিধি। সোমবার (২৫ মে) রাতে মৌলভীবাজারের সিভিল সার্জন অফিস সূত্রে তথ্যটি নিশ্চিত হওয়া গেছে।

এছাড়া ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোরকে জানান, আমাদের কাছে রাতে নতুন করে দু’জন আক্রান্তের তথ্য এসেছে। আমরা লকডাউনসহ আক্রান্তদের প্রয়োজনীয় সাহায্য করার সবরকম ব্যবস্থা গ্রহণ করছি।

বিজ্ঞাপন

এদিকে শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, গত ২৩ মে আক্রান্ত দু’জনের নমুনা সংগ্রহ করা হয়। পরে আজ রাতে ঢাকা থেকে পরীক্ষার ফলাফল জেলাকে জানালে তারা আমাদের অবহিত করেন। আক্রান্তদের মধ্যে একজনের জ্বর ও কাশি ছিলো। তবে বর্তমানে দু’জনের শারীরিক অবস্থাই ভালো আছে।

এদিকে আজকের দু’জন আক্রান্তসহ শ্রীমঙ্গল উপজেলায় এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১২ জন যাদের মধ্যে দু’জন সেরে উঠেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.