Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে নারী ও শিশুসহ ২ জনের করোনা শনাক্ত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ২৬ মে, ২০২০

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় দুজন করোনাভাইরাসের (কোভিড-১৯) রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত দুজনের মধ্যে একজন হচ্ছেন উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর গ্রামের নামের ৯ বছর বয়সী ছেলে শিশু।

আক্রান্ত ওই শিশু ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত পল্লী চিকিৎসক আবুল কাশেমের পরোক্ষ সংস্পর্শে ছিলেন। আক্রান্ত অন্যজন হচ্ছেন উপজেলার মোল্লাপুর গ্রামের একজন চল্লিশোর্ধ নারী। ওই নারী ব্রাহ্মণবাড়িয়া ফেরত।

বিজ্ঞাপন

সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. আবু ইসহাক আজাদ।

ডা. আবু ইসহাক আজাদ জানান, সোমবার রাত ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষায়িত ল্যাব থেকে বিয়ানীবাজারের দুজন করোনা পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি জানানো হয়েছে। পজিটিভ দুজনের মধ্যে শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া পল্লী চিকিৎসক আবুল কাশেমের পরোক্ষ সংস্পর্শে ছিলেন। গত ২৩ মে তার পরিবারের ৯ সদস্যের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হলে এখন পর্যন্ত শুধুমাত্র এক শিশুর রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, চল্লিশোর্ধ এক নারী ব্রাহ্মণবাড়িয়ায় পরিবারের এক স্বজনের দাফনকার্য সম্পাদন করে বিয়ানীবাজারে ফেরত আসলে আমরা তার নমুনা সংগ্রহ করে ল্যাবে প্রেরণ করলে আজ ওই নারীর রিপোর্টও পজিটিভ এসেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.