Sylhet Today 24 PRINT

ওসমানীনগরের এসিল্যান্ডসহ ২ জন করোনায় আক্রান্ত

ওসমানীনগর প্রতিনিধি |  ২৬ মে, ২০২০

সিলেটের ওসমানীনগরে এসিল্যান্ডসহ নতুন করে ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। করোনায় আক্রান্ত হওয়া নতুন এই দুইজনসহ ওসমানীনগরে এখন মোট করোনায় আক্রান্ত হলেন ১১ জন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর উপজেলা করোনা সংক্রান্ত মেডিকেল টিমের প্রধান ডা. সাকিব আব্দুল্লাহ চৌধুরী জানান, সোমবার রাত ১১টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্টে ওসমানীনগর উপজেলার এসিল্যান্ড (সহকারী কমিশনার, ভূমি) ও উপজেলার তাজপুর ইউপির দুলিয়ারবন্দে করোনা পজিটিভ নিয়ে মারা যাওয়া রিকশাচালক হাবিব মিয়ার এক আত্মীয় মহিলা (৩০)। তার বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরাইল গ্রামে।

তিনি আরও জানান, এ মহিলা বর্তমানে উপজেলার দুলিয়ারবন্দ এলাকায় এক প্রবাসীর বাসায় ভাড়া থেকে নবনির্মিত উপজেলা কমপ্লেক্সের কাজের মিস্ত্রীদের রান্নার কাজ করছেন। করোনায় আক্রান্ত এই মহিলা মৃত রিকশা চালক হাবিব মিয়ার সংস্পর্শে গিয়েছিলেন।

গত ২৩ মে করোনায় আক্রান্ত এসিল্যান্ড ও মৃত হাবিব মিয়ার আত্মীয় মহিলা নমুনা প্রদানের পর গতকাল সোমবার রাতে রিপোর্ট পজিটিভ আসে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.