Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে করোনা আক্রান্ত পৌর কাউন্সিলরের মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২৬ মে, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল আহাদ (৬০) মারা গেছেন ৷

মঙ্গলবার সকাল সাড়ে দশটায় শ্রীমঙ্গল শহরের কালীঘাট রোডের নিজ বাসায় তিনি মারা যান৷ শ্রীমঙ্গল পৌরসভার প্যানেল মেয়র এম এ করিম সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন৷

বিজ্ঞাপন

কাউন্সিলর আব্দুল আহাদ বেশ কয়েকদিন যাবত থেকে জ্বর ও কাশিতে ভুগছিলেন৷ গতরাতে তার করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট আসে।

শ্রীমঙ্গল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, করোনা উপসর্গ থাকায় গত ২৩ মে আমরা উনার নমুনা সংগ্রহ করে আমরা সিলেটের ল্যাবে পাঠাই সেখান থেকে গতকাল রাতে পরীক্ষার ফল পজিটিভ আসে৷ আক্রান্ত ব্যক্তি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন৷ আক্রান্ত ব্যক্তির বাসা গতকাল রাতেই আমরা লকডাউন করে রেখেছি, প্রয়োজন অনুসারে আমরা উনার নিকট আত্মীয়দের নমুনা সংগ্রহ করবো৷

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম সিলেটটুডে টোয়েন্টিফোরকে বলেন, যেহেতু মৃত ব্যক্তি করোনা আক্রান্ত ছিলেন সেহেতু সংক্রমণ বিধি অনুসারে যথাযথ নিয়ম অনুসরণ করে তার জানাজা ও দাফন করা হবে ৷ জানাজা ও দাফন কাজের জন্য আমাদের আলাদা একটি টিম আছে সেই টিমের সদস্যরাই উনার জানাজা ও দাফনের ব্যবস্থা করবেন৷

এদিকে, সোমবার পর্যন্ত শ্রীমঙ্গলে মোট ১২ জন করোনায় আক্রান্ত হয়েছিলেন যার মধ্যে দুজন সুস্থ হয়েছেন বাকি দশজনের মধ্যে আজ একজন মারা গেলেন এবং নয়জন এখনও হোম আইসোলেশনে আছেন ৷

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.