Sylhet Today 24 PRINT

নতুন ১৫৪১ জনের করোনা শনাক্ত, মৃত্যু আরও ২২ জনের

নিজস্ব প্রতিবেদক |  ২৭ মে, ২০২০

দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত ২২ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে এই রোগে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৫৪৪ জনে। এই সময়ে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ১৫৪১ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা ৩৮, ২৯২জন।

বুধবার (২৭ মে) স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা.নাসিমা সুলতানা নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

বিজ্ঞাপন

ব্রিফিংয়ে অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়। আর নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ৮৪৩টি। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৪৫৬টি।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৩৩৬ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৫ জন।

দেশে করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয় গত ৮ মার্চ। ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.