Sylhet Today 24 PRINT

বিআইটিআইডি’র ল্যাব প্রধান করোনা আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০২০

চট্টগ্রামে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজ-এর (বিআইটিআইডি) মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি ইনচার্জ ডা. শাকিল আহমেদ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার (২৭ মে) বিষয়টি নিশ্চিত করে বিআইটিআইডি পরিচালক অধ্যাপক ডা. এমএ হাসান বলেন, ‘ডা. শাকিল আহমেদের কোভিড-১৯ পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে। মঙ্গলবার বিআইটিআইডি ল্যাবরেটরিতে তার নমুনা পরীক্ষা করা হয়।’

বিজ্ঞাপন

বিআইটিইডি পরিচালক আরও বলেন, ‘তিনি এখন বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।’

গত কয়েকদিন ধরেই ডা. শাকিল অসুস্থ বোধ করছিলেন। তা সত্ত্বেও তিনি নমুনা পরীক্ষার দায়িত্ব পালন করে আসছিলেন। মঙ্গলবার তিনি নিজের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেন।

বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ডা. শাকিলও বিষয়টি নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.