Sylhet Today 24 PRINT

করোনায় বাহরাইনে প্রথম বাংলাদেশির মৃত্যু

সিলেটটুডে ডেস্ক |  ২৭ মে, ২০২০

বাহরাইনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে বাহরাইনের প্রতিরক্ষা বাহিনী (বিডিএফ) হাসপাতালে তার মৃত্যু হয়। ওই ব্যক্তির নাম মাহবুবুল হক (৫৩)।

মাহবুবুলের বাড়ি কুমিল্লায়। তার বাবা নাম নুর আহমদ। তাকে নিয়ে বাহরাইনে কোভিড–১৯–এ মোট ১৫ জনের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বাহরাইনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কোভিড–১৯ টেস্ট করা হয় ২ লাখ ৮৬ হাজার ২২৩ জনকে, মোট শনাক্ত হন ৪ হাজার ৪২৩ জন। এর মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আছেন ৮ জন, এ পর্যন্ত মারা গেছেন ১৫ জন।

এ ব্যাপারে বাহরাইন দূতাবাসের শ্রম কাউন্সিলর শেখ তৌহিদুল ইসলাম বলেন, বাহরাইনে বাংলাদেশি অভিবাসীদের মধ্যে ৬৭৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে এই প্রথম মাহবুবুল হক করোনায় মারা গেলেনে। তাকে বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিধি মেনে স্থানীয়ভাবে দাফন করা হবে।

শ্রম কাউন্সিলর আরও বলেন, বাংলাদেশি কারও করোনার লক্ষণ প্রকাশ পেলে সঙ্গে সঙ্গে যেন বাহরাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হেল্প লাইন ৪৪৪ নম্বরে কন্টাক্ট করুন অথবা দূতাবাসের ১৭২৩৩৯২৫ এবং (মোবাইল) ৩৩৩৭৫১৫৫ নম্বরে যোগাযোগ করুন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.