Sylhet Today 24 PRINT

ছাতকে একই পরিবারের ৫ জনের করোনা শনাক্ত

ছাতক প্রতিনিধি |  ৩০ মে, ২০২০

সুনামগঞ্জের ছাতকে একই পরিবারের ৫জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে শুক্রবার নতুন করে ৩ জনের করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্ত তিনজনই নারী।

শুক্রবার (২৯ মে) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে এই ৩ জনের কভিড-১৯ শনাক্ত হয়।

জানা যায়, গত ২৪ মে উপজেলার কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের আব্দুর রহমান ও বদরুজ্জামান নামের দুই জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়। তারা সম্পর্কে পিতা ও পুত্র। পরবর্তীতে গত ২৮মে তাদের পরিবারের অন্যান্য সদস্যদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে এরমধ্যে তিন জনের করোনা ভাইরাস শনাক্ত হয়।

এনিয়ে উপজেলায় দুইজন ডাক্তারসহ মোট ২৪ জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে ৫জন্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ তোফায়েল আহমদ সনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.