Sylhet Today 24 PRINT

ক্রীড়া প্রতিমন্ত্রীর গানম্যান করোনা আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০২০

করোনাভাইরাসের আক্রান্তের লম্বা তালিকায় এবার যোগ হলো যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের গানম্যান রেজাউল করীমের নাম। কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন পুলিশের বিশেষ শাখার এই এএসআই।

সোমবার (১ জুন) করোনার আক্রান্তের বিষয়টি রাতে নিশ্চিত করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।

এক বিবৃতির মাধ্যমে জানানো হয়, ‘দেশে কোভিড ১৯ সংক্রমণের শুরু থেকেই ক্রীড়া প্রতিমন্ত্রী নিজ নির্বাচনী এলাকায় ত্রাণ বিতরণসহ কোভিড পরিস্থিতি মোকাবিলায় নানা কার্যক্রম পরিচালনা করে আসছেন। তিনি মন্ত্রণালয়ের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ জরুরি সভা ও কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। মন্ত্রী মহোদয়ের সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন পুলিশের বিশেষ শাখার এএসআই রেজাউল করীম। এটি অত্যন্ত দুঃখজনক তিনি আজ করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।’

প্রতিমন্ত্রী গানম্যানের স্বাস্থ্যের নিয়মিত খোঁজ নিচ্ছেন বলে জানানো হয় বিবৃতিতে, ‘তার অবস্থা ভালো। ডাক্তারের পরামর্শে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন তিনি। প্রতিমন্ত্রী নিজেই তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন।’

তবে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শঙ্কামুক্ত আছেন বলে নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা কাজী আরিফ বিল্লাহ, ‘তবে গত দশদিন তিনি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সাথে ছিলেন না। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় সুস্থ আছেন। তিনি নিয়মিত অফিস করছেন এবং তার নির্বাচনী এলাকায় গমন করছেন। জনগণের খোঁজ খবর নিচ্ছেন। সকলকে সার্বিক সহযোগিতা করছেন।’

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.