Sylhet Today 24 PRINT

করোনায় মারা গেলেন ওসমানী মেডিকেল কলেজের সাবেক ভিপি

সিলেটটুডে ডেস্ক |  ০২ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের প্রখ্যাত ইউরোলজিস্ট ডা. মনজুর রশীদ চৌধুরী। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজের সাবেক ভিপি ছিলেন।

মঙ্গলবার (২ জুন) সকাল ১১টার দিকে রাজধানীর আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিজ্ঞাপন

ডা. মনজুর রশীদ চৌধুরী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ছিলেন।

ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি রাইটস অ্যান্ড রেসপন্সসিবিলিটির (এফডিএসআর) যুগ্ম সম্পাদক ডা. রাহাত আনোয়ার চৌধুরী জানান, ডা. মনজুর রশীদ চৌধুরী গত তিন দিন ধরে হাসপাতালে ভেনটিলেশনে ছিলেন।

ডা. রাহাত আনোয়ার চৌধুরী আরও জানান, ডা. মনজুর রশীদ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা যাওয়া ১২ নম্বর চিকিৎসক। এর আগে আরও ১১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আর করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চার জন চিকিৎসক।

প্রসঙ্গত, ডা. মঞ্জুর রশীদ চৌধুরী সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের চতুর্দশ ব্যাচের ছাত্র ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.