Sylhet Today 24 PRINT

করোনায় মৃত্যু সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক |  ০৩ জুন, ২০২০

বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃত্যু এরই মধ্যে ৩ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে সাড়ে ৬৪ লাখ।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বাংলাদেশ সময় বিকাল ৬টা পর্যন্ত পর্যন্ত বিশ্বজুড়ে কোভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ছিল ৩ লাখ ৮৩ হাজার ৩০ জন। আক্রান্ত হয়েছেন ৬৪ লাখ ৭৯ হাজার ৫৭৭ জন। এবং সুস্থ হয়েছেন ৩০ লাখ ৮৫ হাজার ৩৮১ জন।

বিজ্ঞাপন

দেশ হিসেবে মৃত্যুর তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র, ১ লাখ ৮ হাজার ৭৯ জন। দ্বিতীয়স্থানে রয়েছে যুক্তরাজ্য, সেখানে মারা গেছেন ৩৯ হাজার ৩৬৯ জন।

ইতালি আছে তৃতীয়স্থানে ৩৩ হাজার ৫৩০ মৃত্যু নিয়ে। চতুর্থস্থানে থাকা ব্রাজিলে মৃত্যু ৩১ হাজার ছাড়িয়ে গেছে। পঞ্চমস্থানে থাকা ফ্রান্সে মৃত্যু ২৯ হাজারের কাছাকাছি।

এদিকে, আক্রান্তের সংখ্যায় বিশ্বের প্রায় এক-তৃতীয়াংশ আক্রান্ত নিয়ে শীর্ষে যুক্তরাষ্ট্র, সেখানে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৮১ হাজার ৪২৮ জন। ৫ লাখ ৫৮ হাজার ২৩৭ জন আক্রান্ত হয়েছেন ব্রাজিলে।

তৃতীয়স্থানে থাকা রাশিয়ায় আক্রান্ত ৪ লাখ ৩২ হাজার ২৭৭ জন।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। বুধবার পর্যন্ত বাংলাদেশে আক্রান্ত হয়েছেন ৫৫ হাজার ১৪০ জন। এদের মধ্যে মারা গেছেন ৭৪৬ জন, এবং সুস্থ হয়ে ওঠেছেন ১১ হাজার ৫৯০ জন। আক্রান্তের দিক থেকে বাংলাদেশ রয়েছে ২১তম অবস্থানে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.