হবিগঞ্জ প্রতিনিধি | ০৩ জুন, ২০২০
হবিগঞ্জে আরও ২ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বুধবার (৩ জুন) ঢাকায় ল্যাবে নমুনা পরীক্ষায় এই ২ জনের করোনা শনাক্ত হয়।
হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার থেকে এ ২ জনের পজেটিভ রিপোর্ট এসেছে।
বিজ্ঞাপন
শনাক্ত হওয়াদের মধ্যে চুনারুঘাটের ১ জন ও সদরের ১ জন রয়েছেন। এনিয়ে জেলায় মোট শনাক্ত ১৯৪ জন শনাক্ত হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০৫ জন, মারা গেছেন ১ জন।