Sylhet Today 24 PRINT

বীর বাহাদুরের ব্যক্তিগত কর্মকর্তাসহ ৩ জন করোনা আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৮ জুন, ২০২০

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের সংস্পর্শে আসা তিনজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তারা হলেন- মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান সোহাগ, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী এমে চিং মার্মা ও গৃহপরিচারক থোয়াইংচ প্রু।

সোমবার (৮ জুন) এই তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. অংসুই প্রু।

বিজ্ঞাপন

তিনি জানান, মন্ত্রীর সংস্পর্শে আসা তিন জনের নমুনা গত বৃহস্পতিবার কক্সবাজার মেডিকেল কলেজে পাঠানো হয়েছিল। আজ সোমবার আসা রিপোর্টে এই তিনজনের পজিটিভ রিপোর্ট পাওয়া গেছে। তাদের আইসোলেশনে থাকতে বলা হয়েছে।

পার্বত্য মন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা খলিলুর রহমান বলেন, আমি করোনায় আক্রান্ত। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে আছি।

অন্যদিকে পার্বত্য মন্ত্রীর সংস্পর্শে থাকায় মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরীকে নমুনা পরীক্ষার জন্য বলেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

প্রসঙ্গত, গতকাল রোববার সামরিক হেলিকপ্টারযোগে বান্দরবান সেনা জোন থেকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে করোনা আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.