Sylhet Today 24 PRINT

যশোরের সাংসদ করোনা আক্রান্ত

সিলেটটুডে ডেস্ক |  ০৯ জুন, ২০২০

যশোরের অভয়নগর-বাঘারপাড়া আসনের সংসদ সদস্য রণজিৎ কুমার রায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছেন।

সোমবার রাতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পরীক্ষায় তার করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে বলে জেলার সিভিল সার্জন শেখ আবু শাহীন জানিয়েছেন।

তিনি বলেন, সোমবার রাত পৌনে ১২টার দিকে পরীক্ষার ফল পাওয়ার পর সাংসদের পরিবারকে মৌখিকভাবে জানানো হয়। তার পরপরই তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সেখানে তার চিকিৎসা চলবে।

যশোর-৪ আসনে আওয়ামী লীগের এমপি রণজিৎ কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন। সোমবার সকালে তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয় বলে জানান সিভিল সার্জন।

বাংলাদেশে এ নিয়ে একজন মন্ত্রীসহ মোট সাতজন সংসদ সদস্য নতুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে সুস্থ হয়েছেন একজন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.