Sylhet Today 24 PRINT

ঢাকার রিপোর্টে সুনামগঞ্জের আরও ৩১ জনের করোনা শনাক্ত

সুনামগঞ্জ প্রতিনিধি |  ১৩ জুন, ২০২০

সুনামগঞ্জে নতুন করে আরও ৩১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনিবার (১৩ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. শামস উদ্দিন। এ নিয়ে সুনামগঞ্জে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬৪ জন এবং মৃত্যুবরণ করেছেন ৪ জন।

জানা যায়, সিলেটে করোনার নমুনা জট থাকায় সুনামগঞ্জসহ সিলেটে বিভাগের বিভিন্ন জেলার নমুনা ঢাকায় প্রেরণ করা হলে সেখানে শনিবার সুনামগঞ্জের ২৮২ টি নমুনা পরীক্ষা করা হলে সেখানে ৩১ জনের করোনা শনাক্ত হয়।

বিজ্ঞাপন

আক্রান্তদের মধ্যে জামালগঞ্জ উপজেলায় ১৬ জন, ছাতক উপজেলায় ১৩ জন, জগন্নাথপুর উপজেলায় ১ জন এবং  দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১ জন রয়েছেন। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন মোট ১০০ জন।

সিভিল সার্জন ডা. শাসম উদ্দিন বলেন, ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্টে জেলার ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত আমাদের করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছেন চারজন এবং সুস্থ হয়েছেন ১০০ জন। আজকে যারা আক্রান্ত হয়েছেন তাদের দ্রুতই আইসোলেশনে নিয়ে আসা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.