নিজস্ব প্রতিবেদক | ১৬ জুন, ২০২০
মৌলভীবাজারে আরও ২৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২১৫ জন।
মঙ্গলবার (১৬ জুন) বেলা ১২টায় সিলেটটুডে টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. তৌওহীদ আহমদ।
বিজ্ঞাপন
তিনি বলেন, মঙ্গলবার সকালে ঢাকা থেকে ২৪ জন আক্রান্তের বিষয়টি জানানো হয়েছে। তারা সকলেই নতুন শনাক্ত।
নতুন আক্রান্ত ২৪ জনের মধ্যে সদর উপজেলায় ৫ জন, রাজনগরে ৩ জন, কুলাউড়ায় ১৩ জন, বড়লেখায় ২ জন ও কমলগঞ্জে ১ জন। আক্রান্তদের মধ্যে নারী-পুরুষ উভয়েই রয়েছেন।