Sylhet Today 24 PRINT

সাংসদ মোকাব্বিরের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জুন, ২০২০

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য মোকিব্বর খানের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

মঙ্গলবার বিকেলে সাংসদের ব্যক্তিগত সহকারী কয়েস মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দুপুরের দিকে সাংসদের মোকাব্বিরের করোনা পরীক্ষার ফল আসে। এতে পজেটিভ ধরা পড়ে।

তবে সাংসদ মোকাব্বির সুস্থ আছেন জানিয়ে কয়েস বলেন, তিনি এখন অনেকটাই সুস্থ বোধ করছেন। মানসিকভাবেও চাঙ্গা আছেন। তবে এখনও হাসপাতালের আইসিইউতে রয়েছেন।

সোমবার শ্বাকষ্টসহ করোনার উপসর্গ নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হন গণফোরামের প্রেসিডিয়াম সদস্য সাংসদ মোকাব্বির খান।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসন থেকে গণফোরামের দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রথমবারের মতো সাংসদ নির্বাচিত হন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.