সিলেটটুডে ডেস্ক | ১৭ জুন, ২০২০
করোনা থেকে মুক্ত হয়ে অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে গিয়েছিল নিউ জিল্যান্ড। তিন সপ্তাহেরও বেশি সময় ধরে কোনো সংক্রমণের ঘটনা ঘটেনি।
বিবিসি জানায়, নিউ জিল্যান্ডে ২৪ দিন পর নতুন করে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত দুই ব্যক্তি যুক্তরাজ্য থেকে দেশটিতে ভ্রমণ করেন।
আক্রান্তরা দুইজনে নারী এবং একই পরিবারের সদস্য। নিউ জিল্যান্ডে থাকা পিতামাতা মারা যাওয়ায় তাদের বিশেষ ভিসা দেওয়া হয়।
গত সপ্তাহে নিউ জিল্যান্ডকে করোনামুক্ত ঘোষণা করে দেশটির সরকার। এরপর স্থানীয় ও আঞ্চলিক সব ধরনের বিধিনিষেধ তুলে নেয়া হয়। তবে এখনো বিদেশ ভ্রমণ এবং সীমান্ত চলাচলে বিধিনষেধ আরোপ আছে।
আক্রান্ত দুইজন নিউ জিল্যান্ড ভ্রমণ করলে তাদের কভিড-১৯ পরীক্ষা করা হয়। এতে তাদের ফলাফল পজিটিভ আসে। ওই দুই নারীকে ১৪ দিনের আইসোলেশনে রাখা হয়েছে।
প্রসঙ্গত, নিউ জিল্যান্ডে করোনায় আক্রান্ত হন এক হাজারের কিছু বেশি ব্যক্তি এবং মারা যান মাত্র ২২ জন। করোনা সংক্রমণ রোধে কার্যকরী ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে প্রশংসিত হয় দেশটি।