Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে ৫ জনের করোনা শনাক্ত

বিয়ানীবাজার প্রতিনিধি |  ১৭ জুন, ২০২০

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কার্যালয়ের এক কর্মচারীর করোনা শনাক্ত হয়েছে।

বুধবার (১৭ জুন) ঢাকা পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে ৫ জন করোনা পজিটিভ রোগী বলে জানা গেছে।

আক্রান্ত ওই কর্মচারীর বাড়ি পৌরসভার ফতেহপুর এলাকায়। নমুনা দেয়ার পর তিনি হোম কোয়ারেন্টিন মেনে চলেননি বলে জানা গেছে।

বিজ্ঞাপন

ওই কর্মচারীর করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডাক্তার আবু ইসহাক আজাদ বলেন, বুধবার ঢাকা থেকে করোনা আক্রান্ত যে ৫ জনের নাম এসেছে তাদের মধ্যে চারজনই পৌরসভার বাসিন্দা।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসের একজনের করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত পাঁচজনের নমুনা নেওয়া হয়েছিল গত ৫ ও ৬ জুন। নমুনা ঢাকায় চলে যাওয়ার কারণে ১১/১২ দিন পর ফলাফলের প্রতিবেদন আমরা বুধবার পেয়েছি।

এদিকে আফজালের করোনা শনাক্ত হওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মাহবুব ও এক শিশুসহ বাসা থেকে ৪ জনের এবং অফিসের সকল স্টাফদের নমুনা নিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল দল।

তবে আক্রান্ত ওই কর্মচারী নমুনা দেওয়ার পরও পৌরশহরে ঘুরে বেড়িয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই সময়ে তিনি নিয়মিত অফিস করেছেন। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অফিসের সকল কর্মকর্তা ও কর্মচারীর নমুনা নিয়েছে স্বাস্থ্য বিভাগ।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মোয়াজ্জেম আলী খান চৌধুরী বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী আক্রান্তের বাড়ি ও বাসস্থান লকডাউন করা হবে এবং তাদের সংস্পর্শে আসাদের নমুনা নেওয়া হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.