Sylhet Today 24 PRINT

সিলেটে আরও ৪০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুন, ২০২০

সিলেট জেলায় আরও ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার (১৭ জুন) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় এই ৪০ জহনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১ হাজার ৬০৪ জনে দাঁড়ালো।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ৪০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। আক্রান্তরদের বেশিরভাগই সিলেট সদর উপজেলা ও নগরীর বাসিন্দা।

বিজ্ঞাপন




বুধবার শাবির ল্যাবে নমুনা পরীক্ষায় সুনামগঞ্জের ১৮ জনের করোনা শনাক্ত হয়।

সবমিলিয়ে সিলেট বিভাগে এ পর্যন্ত করোনা ভাইরাস শনাক্ত হয়েছে ২ হাজার ৮১১ জনের। এরমধ্যে সুনামগঞ্জের ৭১৭ জন, হবিগঞ্জের ২৬১ জন ও মৌলভীবাজারের ২২৯ জন রয়েছেন।

বুধবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ জন। আর সিলেট জেলায় মৃতের সংখ্যা ৪৩। সিলেট বিভাগে এ পর্যন্ত সিলেট জেলায় সুস্থ হয়েছেন ২১০ জন। সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৫৭৭ জন।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.