Sylhet Today 24 PRINT

করোনায় আক্রান্ত সাবেক এলজিইআরডি মন্ত্রী মোশাররফ

সিলেটটুডে ডেস্ক |  ১৯ জুন, ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী  ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

আজ শুক্রবার (১৯ জুন) খন্দকার মোশাররফ হোসেন নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

দ্রুত রোগ মুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ফরিদপুর -৩ আসনের এ সংসদ সদস্য। তিনি বলেছেন, বর্তমানে বাসাতেই আছেন। শারীরিক অবস্থা মোটামুটি ভালো। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

খন্দকার মোশারফ হোসেনের মেয়ের স্বামী সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত মুন্না বলেন, এমনিতেই পরিবারের সবার নমুনা পরীক্ষা করা হয়েছিল গত পরশু। বৃহস্পতিবার নমুনা পরীক্ষার ফল পেয়েছি। ওনার পজিটিভ এসেছে। কারো কোনো উপসর্গ নেই। শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন। পরিবারে আর কারো পজেটিভ আসেনি বলেও জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.