Sylhet Today 24 PRINT

সিলেটে একদিনে ১০২ জনের করোনা শনাক্ত, সুস্থ ৩১

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুন, ২০২০

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ১০২ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৩১ জন। একই সময়ে মৃত্যুর সংখ্যা একজন।

সোমবার (২২ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সিলেট বিভাগে শনাক্ত ১০২ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৩০ জন ও মৌলভীবাজারে ১৯ জন। আর করোনায় মারা যাওয়া একমাত্র রোগী হবিগঞ্জের।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে মৌলভীবাজারে সর্বাধিক ২৪ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। হবিগঞ্জে সুস্থ হয়েছেন ৪ জন। সুনামগঞ্জে করোনা থেকে মুক্ত হয়েছেন একজন এবং তিনি বাড়িতে আইসোলেশনে থেকেই করোনামুক্ত হন। সিলেটে করোনাকে জয় করেছেন ২ জন।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ২৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ১ হাজার ৮১৪ জন। এছাড়া সুনামগঞ্জে ৭৯৫ জন, হবিগঞ্জে ৩৭২ জন ও মৌলভীবাজারে ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ৩৫১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৭৯৮ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ৫৮ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.