Sylhet Today 24 PRINT

১৮৭ জন শনাক্তের দিনে সিলেটে মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক |  ২৪ জুন, ২০২০

গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগের তিন জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়লেও মৌলভীবাজার জেলায় শনাক্ত রোগী কমেছে। তবে কোনও মৃত্যুর ঘটনা ঘটেনি। এ সময় সিলেট বিভাগে ১৮৭ জন নতুন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ২৭ জন।

বুধবার (২৪ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

সিলেট বিভাগে শনাক্ত ১৮৭ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৬৭ জন, সুনামগঞ্জে ৪৫ জন, হবিগঞ্জে ৫২ জন ও মৌলভীবাজারে ২৩ জন।

সুস্থ হওয়া রোগীদের মধ্যে সিলেটে সর্বাধিক ১১ জন রোগী একদিনে সুস্থ হয়েছেন। এর মধ্যে বাড়িতে আইসোলেশনে থেকে সুস্থ হয়েছেন দুইজন। হবিগঞ্জে সুস্থ হয়েছেন ১০ জন। সুনামগঞ্জে করোনা থেকে মুক্ত হয়েছেন ৬ জন। তবে মৌলভীবাজার জেলায় করোনামুক্ত হননি কেউ।

সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩ হাজার ৬৩১ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ১ হাজার ৯৪৪ জন। এছাড়া সুনামগঞ্জে ৮৬৮ জন, হবিগঞ্জে ৪৬৪ জন ও মৌলভীবাজারে ৩৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেটের চার জেলায় ২৭০ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ৮১৪ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ৬০ জন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
[email protected] ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.